পটুয়াখালীর গলাচিপায় দুর্বৃত্তের দেয়া আগুনে বসত ঘরের আংশিক ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিস্ব হয়ে গেছে ফোরকান সরদার। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরবিশ্বাস গ্রামের ফোরকান সরদারের বাড়িতে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গত সোমবার দিবাগত গভীর রাতে গলাচিপা উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের ফোরকান সরদারের বসত ঘর ও রান্না ঘরে দুর্ববৃত্তরা নারিকেল গাছের পাতা ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বসত ঘরের উত্তর পার্শ্বের রান্না ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং বসত ঘরের দক্ষিণ পার্শ্বের বারান্দার আংশিক পুড়ে গেছে। ভুক্তভোগী ফোরকান সরদারের স্ত্রী মোসা. সাহিদা বেগম জানান, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঘুম থেকে উঠে ঘরের দক্ষিণ পার্শ্বের বারান্দায় আগুন জ্বলতে দেখেন। এসময় ঘরের উত্তর পার্শ্বের রান্না ঘরেও আগুন জ্বলতে দেখেন তিনি। তার ডাক চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে রান্না ঘর পুড়ে একেবারে ছাই হয়ে গেছে এবং বসত ঘরের বারান্দার আংশিক পুড়ে যায়। এ বিষয়ে ফোরকান সরদার বলেন, আমার বসত ঘরে এই দুইবার আগুন দেওয়া হয় এবং মাছের ঘের ও পুকুরে দুইবার বিষ প্রয়োগ করে মাছ মেরেছে দুর্বৃত্তরা। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।