December 24, 2024, 1:43 am

শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী হাসপাতালে।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, May 22, 2022,
  • 35 Time View

শিক্ষকের পিটুনিতে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এক শিক্ষার্থীকে। রোববার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী সাইদুল হক (১৫) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) ছাত্র।

আহত শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা গ্রহণ করেছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।

আহত শিক্ষার্থী জানায়, পাঠ চলাকালীন সময়ে অমনোযোগী থাকার কথা বলে শিক্ষক সাইফ হোসাইন বেত দিয়ে তাকে বেধড়ক পিটিয়েছেন।

শিক্ষক সাইফ হোসাইন জানান, ‘‘পাঠ চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের পেছনের বেঞ্চে বসা সাইদুল হক উচ্চস্বরে হাসাহাসি ও গল্পগুজব করছিলো। তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধার কথা জানালে সে চোখ রাঙিয়ে বলে ‘আমি হাসাহাসি করলে আপনার কী সমস্যা। ’ তাই মেরেছি। ’’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চেয়ে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলেও কল রিসিভ করেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71