খুলনা নগরীর ছোট মির্জাপুরের একটি অফিসকক্ষে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক আসামি পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৫ মে) পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৫ মে দুপুরে ধর্ষণের ঘটনার পর থেকেই মাসুদ পলাতক রয়েছেন। পুলিশ জানায়, এর আগে ১০ মে ওই কলেজ ছাত্রীর ছবি ফেসবুকে অন্য কেউ শেয়ার করায় প্রতিকার নিয়ে কথা বলতে মঞ্জুরুল হাসানের কাছে গিয়েছিলেন কলেজ ছাত্রী।
এরপর সমস্যা নিয়ে মোবাইলে তাদের মধ্যে কথা হয়।
পরে ঘটনার দিন ওই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মাসুদ তাকে মোটরসাইকেলে করে অফিসটিতে নিয়ে যায়। এরপর সেখানে তাকে ধর্ষণ করেন। পরে মেয়েটি ৯৯৯ নম্বরে ফোন করে জানানোর পর পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়।
পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান জানান, পরিদর্শক মাসুদ পলাতক আসামি হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। জানা যায়, সিসি ক্যামেরায় ফুটেজ থেকে পরিদর্শক মাসুদ এবং ছাত্রীটির একত্রে ওই বাড়িতে যাওয়া এবং অনেক পরে বের হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। ছাত্রীটি এর আগেও পিবিআই অফিসে মাসুদের সাথে দেখা করেছিল।