শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই লাখ ৩০ হাজার মার্কিন ডলার নিয়ে বিদেশে যাওয়ার পথে দুই যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (১ জুন) রাতে তাদের আটক করে ঢাকা কাস্টমস হাউস।
মাহমুদা ফিরোজ নামে এক বাংলাদেশি নারীর কাছ থেকে ৩০ হাজার ৫০০ ডলার এবং মেহমাত রেজমি নামে এক তুর্কি নাগরিকের কাছ থেকে দুই লাখ ডলার উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ হারুন জানান, মাহমুদা ফিরোজকে বুধবার সন্ধ্যায় ৩০ হাজার ৫০০ ডলারসহ ৭ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়।
ওই ডলার নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে ১০ নম্বর বোর্ডিং গেট থেকে আটক করা হয় তুরস্কের নাগরিক মেহমাত রেজমিকে। তিনি কোনো ঘোষণা না দিয়েই দুই লাখ ডলার নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্কে যাচ্ছিলেন।
মেহমাত রেজমিকে আটক করার পর তার ব্যাগ তল্লাশি করে প্রথমে এক লাখ ২০ হাজার ডলার পাওয়া যায়। তারপরে তার দেহ তল্লাশি করে আরও ৮০ হাজার ডলার উদ্ধার করা হয়।
বাংলাদেশ থেকে একজন যাত্রী বিদেশে যাওয়ার সময় ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বিদেশি মুদ্রা সঙ্গে রাখতে পারেন। এর বেশি অর্থ সঙ্গে থাকলে শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিতে হয়।
মোহাম্মদ হারুন আরও জানান, মাহমুদা ফিরোজ ঢাকার নিউমার্কেট এলাকায় থাকেন। তার দুই ছেলে ও মেয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। তিনি ৩০ হাজার ৫০০ ডলার নিয়ে তাদের কাছে যাচ্ছিলেন।
২০২১ সালের ১৮ ডিসেম্বরে তুরস্কের নাগরিক মেহমাত প্রথম দফায় ঢাকায় আসেন। এরপর ফিরেও যান। পরে গত ২৪ মে আবার ঢাকা আসেন।
বাংলাদেশি যাত্রী মাহমুদার বিরুদ্ধে রাতেই বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। অন্যদিকে তুরস্কের যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে সকালে। দুজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।