হজ যাত্রা নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে রাজধানীর আশকোনার হজ অফিস। প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম বলেন, এবার ভিসাপ্রাপ্তি নিয়ে কোন জটিলতা হবে না।
শনিবার সকাল থেকে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। আগামীকাল রবিবার ৪১৫ জন হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ছেড়ে যাবে সৌদি আরবে।
চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত ১টা করে ফ্লাইটই সৌদির উদ্দ্যেশে ঢাকা ছাড়বে। হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ভিসা জটিলতা কেটে গেছে। প্রস্তুতির কোন ঘাটতি নাই। ফ্লাইট বিপর্যয়ের কোন শঙ্কা নেই।
গতকাল শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন করে হজ যাত্রীদের কাছে দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর আশকোনা হজক্যাম্পের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
হজ কার্যক্রম ২০২২-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা হজ পালন করতে যাচ্ছেন তারা যেন সুষ্ঠু ভাবে হজ পালন এবং ইবাদত বন্দেগি করতে পারেন তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। ’
ইসলামকে ‘শান্তির ধর্ম’ এবং ‘সর্বশ্রেষ্ঠ ধর্ম ’আখ্যায়িত করে প্রধানমন্ত্রী এর সম্মান রক্ষা এবং হজ পালনকালে সৌদি আইন মেনে চলার মাধ্যমে দেশের ভাবমূর্তি বজায় রাখতে সচেষ্ট থাকার জন্যও সম্মানিত হজ যাত্রীদের প্রতি আহবান জানান।