মণিরামপুরের ভোজগাতী ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়নের সর্বস্তর জনগণের মতামতের ভিত্তিতে বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯৯ লাখ ৩ হাজার ৩০ টাকা এবং সমপরিমান ব্যয় ধরে কোন উদ্বৃত্ত না রেখে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব তাছলিমা আক্তার।
ইউপি সদস্য শাহিন হোসেন শাহানের সঞ্চালনায় এ সময়ে বাজেট সভায় অতিথি ছিলেন বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমাজসেবক আনিসুর রহমান টজু, অধ্যক্ষ হাবিবুর রহমান রহমান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ডাক্তার নূর মোহাম্মদ। এছাড়াও সকল ইউপি সদস্য, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাজেট সভায় উপস্থিত ছিলেন।