নরসিংদীতে সুজিত সূত্রধর (৫৬) নামে সাবেক এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার ছেলেসহ ২ জন।
গতকাল বুধবার রাত ৮ টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত সুজিত সূত্রধর হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, জমিজমা নিয়ে সুজিত সূত্রধরের সাথে একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও চলে আসছিল। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ ছিল। এই জেরে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সুজিত সূত্রধরকে মৃত ঘোষণা করা হয়।