রংপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘ ১৮ বছর পর মামলার রায়ে খুশি ভুক্তভোগীর স্বজনরা।
বৃহস্পতিবার বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।
দণ্ডিতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর দক্ষিণপাড়া গ্রামের একরামুল হক ও আবুল কালাম আজাদ।
মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাকজিয়া হাসান দীবা জানান, ২০০৪ সালের ২ সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান ওই গৃহবধূ। ফেরার পথে দক্ষিণপাড়া গ্রামে তাদের পথরোধ করেন একরামুল ও আজাদ। এরপর অস্ত্রের মুখে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে একটি কলেজের পাশে নির্জনে পালাক্রমে ধর্ষণ করেন তারা। পরে ভুক্তভোগীর চিৎকারে লোকজন এসে উদ্ধার করেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। তদন্ত শেষে একরামুল ও আজাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার তৎকালীন এসআই ইকবাল বাহার। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।