পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গলাচিপা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ন কবির ১০টি কর্মশালা উদ্যোগ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থপনায় প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
কর্মশালায় নির্বাহী অফিসার আশিষ কুমার প্রতিনিধিদের স্থানীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের সমস্যা চিহিৃত করে সুপারিশ মালা প্রনয়নের জন্য বক্তব্য রাখেন।