বান্ধবীর সামনে হিরোইজম দেখানোর জন্যই হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা করেছে অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতু। র্যাবের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে সাভারে শিক্ষক হত্যার অন্যতম এই অভিযুক্ত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, প্রথমে ক্রিকেট স্ট্যাম দিয়ে মাথায় আঘাত, পরে এলোপাতাড়ি প্রহারের পরও থামেনি শিক্ষার্থী।
শিক্ষককে স্ট্যামের সুচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করে আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র আশরাফুল ইসলাম জিতু। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীসহ পুরো দেশ। এরপর থেকেই গা ঢাকা দেয় সে।
জিতু জানায়, বান্ধবীর সামনে শাসন করায় শিক্ষক উৎপালকে শিক্ষা দিতে এই কাণ্ড ঘটিয়েছে।
র্যারের মুখপাত্র কমন্ডার খন্দকার আল মঈন বলেন, অভিযুক্ত জিতু নিজের নামে এলাকায় একটি কিশোর গ্যাং চালাতেন। গত ২৫ জুনই শিক্ষক উৎপল কুমার সরকারকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে জিতু।
এ ঘটনায় জিতুর বাবাকে গতকাল বুধবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।