December 25, 2024, 5:43 pm

শিক্ষিকা লাঞ্ছিত: বহিষ্কারের পর ডিজিটাল আইনে গ্রেফতার রাবি শিক্ষার্থী।

অনলাইন ডেক্স
  • Update Time : Thursday, June 30, 2022,
  • 41 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শ্রেণীকক্ষে শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে আশিক উল্লাহ নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় ওই শিক্ষিকার করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় বুধবার বিকেলে আশিক উল্লাহকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষিকা অধ্যাপক আসমা সিদ্দিকা হয়রানি, লাঞ্ছনা ও হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

সেই মামলার প্রেক্ষিতে আসামী আশিক উল্লাহকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

মামলার এজহারে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষে ক্লাস চলাকালে একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিক উল্লাহ শ্রেণীকক্ষে ঢুকে হয়রানিমূলক ও মানহানিকর কথাবার্তা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এসময় শ্রেণীকক্ষে অবস্থানরত শিক্ষিকা আসমা সিদ্দিকা তাকে ক্লাস থেকে বের হয়ে যেতে বললে তিনি রুমের দরজা বন্ধ করে শিক্ষিকাকে বাহিরে যেতে বাধা দেন। এসময় ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা দরজা খুলে দিয়ে অধ্যাপক আসমা সিদ্দিকাকে বাহিরে আসতে সাহায্য করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিভাগে চরম অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাছাড়া এমন হীন কর্মকাণ্ডের কারণে বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন পালনকালে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজ কর্ম ও আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে বলে এজহারে উল্লেখ করা হয়।

এজহারে আরো উল্লেখ করা হয়, আশিকউল্লাহ তার ফেসবুক পেইজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা, মানহানিকর ও অশালীন উক্তি ও বক্তব্য প্রকাশ করার মাধ্যমে ভুক্তভোগী ও শিক্ষিকাসহ আইন বিভাগের অন্যান্য শিক্ষককে

সামাজিক ও একাডেমিক ভাবে হেয় প্রতিপন্ন করেছেন। এমনকি তাকে মুঠোফোনেও বিভিন্ন ভাবে হয়রানিও হুমকি প্রদান করায় নিজের নিরাপত্তা চেয়ে এ মামলা করেন তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এই শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানি ও হুমকির অভিযোগ আগেও ছিল। এর আগে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাসহ বিভাগের শিক্ষক ও সহপাঠীদের নানাভাবে হয়রানি করেছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে বুধবার নিজ বিভাগের ক্লাস রুমে শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রেক্ষিতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আশিক উল্লাহ নামের অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রোক্টর বলেন, হয়রানি, হুমকি ও লাঞ্ছনার ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া এ শিক্ষার্থীর বিরুদ্ধে সকল অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে গিয়েছে। শিগগিরই এবিষয়ে কার্যকরী ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বেগম আসমা সিদ্দিকা ৪র্থ বর্ষের ক্লাস নেওয়ার সময় কক্ষে ঢুকে তাকে নানাভাবে হয়রানিমূলক ও মানহানিকর কথাবার্তা বলে লাঞ্ছিত করেন। ফলে বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে এমন হীন কাজের দায়ে তাকে বহিষ্কারের দাবি জানান তারা। পরে ছাত্র-ছাত্রীদের আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71