ঝালকাঠির নলছিটিতে তিন হাজার পিস ইয়াবাসহ বায়েজিদ খলিফা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা শহরের গার্লস স্কুল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া বায়েজিদ খলিফা নলছিটি শহরের সবুজবাগ এলাকার হালিম খলিফার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত বলে জানায় গোয়েন্দা পুলিশ।
ঝালকাঠি ডিবির ইনেসপেক্টর অনিমেশ মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ খলিফাকে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।