মালয়েশিয়ায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ করার অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দেশটির কেলান্তান রাজ্যের গুয়া মুসাং জেলার লোজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মালয় পুলিশ। এ সময় বাসার ভিতরে পলিব্যাগে থাকা ৪০ সেন্টিমিটার লম্বা একটি গাঁজা গাছও উদ্ধার করা হয়।
কেলান্তানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান দাতুক মুহাম্মাদ জাকি হারুন জানান, ওই এলাকায় গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়িটির আঙিনায় ও বসতঘরে অভিযান চালানো হয়।
অভিযানে আটক বাংলাদেশিদের বাসার ভিতরে পলিব্যাগে থাকা একটি গাঁজা গাছ জব্দ করা হয়।
এছাড়া কাগজে ভাঁজ করে লুকিয়ে রাখা ৫.৩ গ্রাম ওজনের শুকনো গাঁজা পাতাও জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।