December 23, 2024, 6:35 am

বাড়ির সামনে যুবদল সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, July 12, 2022,
  • 52 Time View

যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনী দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। শহরের শংকরপুরের আকবরের মোড়ে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে দুপুর ১২টা ১০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, ‌বেলা ১২টায় বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন বদিউজ্জামান। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ করে তার ওপর হামলা চালায়। ছুরি ও কিরিচ দিয়ে কোমরের নিচ থেকে পা পর্যন্ত বেশ কয়েক জায়গায় আঘাত করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. এন কে আলম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।

situs poker

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71