December 23, 2024, 4:31 pm

পিকে হালদারের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জ গঠন।

অনলাইন ডেক্স
  • Update Time : Wednesday, July 13, 2022,
  • 34 Time View

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারসহ  ছয় অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জ গঠন করা হয়েছে। কলকাতার নগর দায়রা আদালতের স্পেশাল সিবিআই-১ কোর্টে চার্জশিট জমা দেয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির তরফে এই চার্জশিট জমা দেন আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। সেক্ষেত্রে এই মামলা শুরুর ৫৯ দিনের মাথায় আদালতে চার্জ গঠন করা হল।

এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২ (PMLA) মামলায় পিকে হালদারসহ ছয় অভিযুক্ত ব্যক্তির নামে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ওই আইনের তিন নম্বর ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ছয় অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তাদের দুটি সংস্থার নামও এই চার্জশিটে রয়েছে।

তিনি আরও বলেন, ভারতে এ পর্যন্ত ৪১টা ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি ও জমি মিলিয়ে ১৮টি অস্থাবর সম্পত্তির হদিস পাওয়া গেছে। এই অস্থাবর সম্পত্তির বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি রুপি। এই বিষয়গুলোও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আগামী ১৫ জুলাই ফের এদের আদালতে তোলা হবে।

অভিযুক্তদের আইনজীবী শেখ আলী হায়দার বলেন, ‘এই চার্জ গঠনের ফলে আমার মক্কেলদের জামিন পেতে আরও বেশি সময় লাগতে পারে।  চার্জের কপি আমার হাতে এখনো আসেনি; এলে পরবর্তী পদক্ষেপ নেবো। ’

উল্লেখ্য, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশনের তরফে গত ৬ মে ভারত সরকারকে পিকে হালদারের টাকা আত্মসাৎ এবং ভারতের লুকিয়ে থাকার বিষয়টি জানানো হয়। এরপর ১০ মে থেকে পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে শুরু হয় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান।  অবশেষে গত ১৪ মে অশোকনগর সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিব শঙ্কর হালদারকে। পিকের সাথেই গ্রেফতার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71