রামগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই মোখলেছুর রহমান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। শ্বশুরের দায়ের করা মামলায় পুলিশ মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেফতার করে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে উপজেলার আকারতমা গ্রামেরবাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত বাগানে।
বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন ধর্ষক লম্পট বাবুকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে।
আটকের পর পুলিশ ধর্ষক বাবুকে নারী ও শিশু নির্যাতন আইনে লক্ষ্মীপুর জেলহাজতে প্রেরণ করেন। গ্রেফতার বাবু উপজেলার আশারকোটা গ্রামের নোয়াবাড়ির আবদুল কাদেরের ছেলে।
জানা যায়, মোখলেছুর রহমান বাবু প্রেম করে একই উপজেলার আকারতমা গ্রামে। এক বছর যেতে না যেতেই বনিবনা না হওয়ায় স্ত্রী বাপের বাড়িতে চলে যান। এরই সুবাদে বাবু শ্বশুরবাড়িতে সবসময় থাকার সুবাদে নিজ শ্যালিকাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।