মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি ধর্ষণের অভিযোগ উঠেছে নরপশু পিতা শহিদুলর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরআগে গত বুধবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গা গ্রামর শহিদুল ইসলাম গত ২৪ জুন বিকেলে মা আজিজান বেগম তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়ি রেখে পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়।
এ সময় লম্পট শহিদুল ফাঁকা বাড়িতে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ঘরে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করেন।
এ সময় শহিদুলের স্ত্রী আজিজান বেগম বাড়িতে ফিরে বিষয়টি দেখে ডাক-চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক শহিদুল পালিয়ে যায়।
এ ঘটনায় গত বুধবার রাতে আজিজান বেগম সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বৃহস্পতিবার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম বলেন, প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে পিতাকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুত তাকে আদালতে পাঠানো হবে।