বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর প্রডিউসার আব্দুল বারী আত্মাহত্যা করেছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। ডিবির তদন্ত শেষে আজ শনিবার এ কথা জানান তিনি।
তিনি জানান, মামলার তদন্ত করতে গিয়ে প্রাপ্ত বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, একটি দোকান থেকে নিহত বারী নিজেই ছুরি কিনেছেন। তিনি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছেন।
পরে গুলশানে গিয়ে আত্মহত্যা করেছেন। মানসিক অবসাদ থেকেই আত্নহত্যা করেছেন বলে জানান তিনি। তবে আরও তদন্ত করা হবে বলেও জানান তিনি।
গত ৮ জুন রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গুলশানের পুলিশ প্লাজার উল্টোদিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
প্রোডিউসার আব্দুল বারীর মরদেহ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. আব্দুল আলীম। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগকে। লাশ উদ্ধারের এক মাস আট দিনের মাথায় এ তথ্য জানাল গোয়েন্দা পুলিশ।