ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যানফোর্সমেন্ট ইউনিট। রোববার (১৭ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকারের নেতৃত্বে ও মো. জাফর সাদেক শিবলীর সমন্বয়ে গঠিত ইউনিট ওয়াসা কার্যালয়ে অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, অভিযোগ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের বক্তব্য নেওয়া হয়েছে।
তিনি তার বক্তব্যে দুদককে জানিয়েছেন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৯ ধারা অনুযায়ী বোর্ড সরকারের অনুমোদনক্রমে এক বা একাধিক উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে পারে এবং তাদের পারিশ্রমিক, সুযোগ-সুবিধা ও চাকরির অন্যান্য শর্তাবলি নির্ধারণ করতে পারে। আইন মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি।
তাকসিম এ খান অ্যানফোর্সমেন্ট টিমকে আরও জানান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পূর্বনির্ধারিত জরুরি মিটিং থাকায় আজ (রোববার) অভিযোগ সংশ্লিষ্ট কোনো রেকর্ডপত্র সরবরাহ করা হয়নি। তবে এ সপ্তাহের মধ্যে নিয়োগ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র সরবরাহ করা হবে।
আভিযানিক দল রেকর্ডপত্র পাওয়ার পর অভিযান বিষয়ে শিগগির কমিশনকে বিস্তারিত প্রতিবেদন আকারে দাখিল করবে।