আগামী তিন আসরের জন্য বিপিএলের সূচি চূড়ান্ত। ৭টি দল নিয়েই হবে এই তিন আসর। এদিকে, আপাতত টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর এই ফরম্যাট থেকে যে, তামিম ইকবাল অবসর নিচ্ছেন, সেটা আগেই জানতো বিসিবি। রোববার বোর্ড মিটিং শেষে এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী তিন আসরে বিপিএল সূচী চূড়ান্ত হয়েছে। দীর্ঘ বোর্ড মিটিং শেষে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিন আসরেই খেলবে ৭টি দল।
এদিকে নিউজ টোয়েন্টিফোর আগেই নিশ্চিত করেছিলো টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে আরো কিছুদিন থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সভাপতিও জানালেন এমনটাই। টি-টোয়েন্টি থেকে তামিম ইকবালের অবসরের বিষয়টি আগে থেকেই জানতেন তিনি।
এসময় তিনি আরো জানান, পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম তৈরিতে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান কক্স ও পোপুউলাস- এই দুই প্রতিষ্ঠানের প্রেজেন্টশন দেখেছে বিসিবি। সেখান থেকে একটি প্রতিষ্ঠানকে বেছে নিতে চায় তারা।