তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও দুটি ম্যাচে হারতে হারতেও জিতে গেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়া আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টিতে পারল না লড়াই করতে। গ্লেন ফিলিপসের অনবদ্য ব্যাটিং আর লকি ফার্গুসনের বোলিংয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল কিউইরা।
বেলফাস্টে সোমবার (১৮ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে ১৭৩ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড।
টার্গেট তাড়া করতে নেমে স্বাগতিকরা গুটিয়ে ১৪২ রানে। সফরকারীদের জয় ৩১ রানে।
নিয়মিত খেলোয়াড়রা বিশ্রামে থাকায় কিউইদের হয়ে ম্যাচে অভিষেক হয় লেগ স্পিনার ডেন ক্লেভার ও স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। তবে শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে সফরকারীরা।
ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি মার্টিন গাপটিল। ৫টি চারে ২৪ রান করে লং অফে ক্যাচ দিয়ে বিদায় নেন এ ওপেনার।
এছাড়া অভিষিক্ত ড্যান ক্লিভার করতে পারেন কেবল ৫ রান। টিকতে পারেননি ড্যারিল মিচেলও। সেখান থেকে দলকে এগিয়ে নেন ফিলিপস। ৫২ বলে ৬৯ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের ভিত শক্ত করেন এ ব্যাটার। শেষদিকে জিমি নিশামের ১৬ বলে ২৯ ও ব্রেসওয়েলের ১৩ বলে ২১ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ১৭৩ রানের পুঁজি গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজে ব্যাট হাতে মুন্সিয়ানা দেখালেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এদিন আয়ারল্যান্ডের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন পেসার লকি ফার্গুসন।