বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন (৩২) ও তার স্ত্রী তোহফা সাদিয়া বিথী (৩০) আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শাজাহানপুরের নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেট কার ও হাইসের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন।
ঘটনার পর তারা সিএমইচ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তাদেরকে সকাল সাড়ে ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, কুড়িগ্রাম থেকে শোভন ও তার স্ত্রী প্রাইভেটকারযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক স্থানে পৌঁছালে একটি হাইসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শোভন ও তার স্ত্রী বিথী।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শোভন ও তার স্ত্রী শজিমেক হাসপাতালের পিডব্লিও ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।