চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের চার দফা দাবি মেনে নিয়েছে প্রশাসন। এটা করতে না পারলে প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির সদস্যদের নিয়ে পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার এই প্রতিশ্রুতির পর বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ থামিয়ে হলে ফিরেছেন ছাত্রীরা।
বুধবার দিবাগত মধ্যরাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান উপস্থিত শিক্ষার্থীদের সামনে দাবিগুলো পড়ে শোনান এবং স্বাক্ষর করেন।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- ১. ছাত্রীদের হলে প্রবেশের ক্ষেত্রে বেঁধে দেওয়া সময়সীমা তুলে দিতে হবে। ২. যৌন নিপীড়ন সেল বাতিল করে নতুন করে সেল গঠন করতে হবে। সেলে সর্বোচ্চ ১ মাসের মধ্যে বিচার করতে হবে।
৩. আগামী ৪ কর্মদিবসের মধ্যে চলমান ঘটনাগুলোর বিচার ও সুষ্ঠু সমাধান করতে হবে
৪. এসকল সমস্যা সমাধানে ব্যর্থ হলে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এসকল সমস্যা চার কর্মদিবসের মধ্যে নিরসন করার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে বলেন। এরপর ছাত্রীর অবস্থান কর্মসূচি বন্ধ করেন। ফিরে যান হলে।