ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ শহিদুল শেখ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শহিদুল কালিনগর গ্রামের বাবু শেখের ছেলে।
জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে কালিনগর গ্রামের এক কিশোরী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী শহিদুল কিশোরীকে জোরপূর্বক একটি পাটখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বোয়ালমারী থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ শহিদুলকে গ্রেপ্তার করে।
বোয়ালমারী থানার ওসি জানান, ধর্ষণের ঘটনায় মামলা হবার পর শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।