প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর কুশপুত্তলিকা দাহ করার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলা দায়ের করেন।
গত ১৬ ও ১৭ জুলাই বিক্ষোভ মিছিলে বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন দাবি করে রিয়াজ উদ্দিন বলেন, অভিযুক্তরা চান না বাংলাদেশে শান্তি বিরাজ করুক। তাই তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
মামলায় অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।