সরকার পতন হবে নির্বাচনের মাধ্যমে, মানুষ ভোট দিয়ে সরকার পরিবর্তন করবে কিন্তু এই দেশে আর কোন দিন আন্দোলনের মাধ্যমে সরকার পতনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
আজ শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত বছরব্যাপী পুষ্টিকর ও উচ্চমূল্যের ফল উৎপাদন শীর্ষক সেমিনারে এ কথা বলেন কৃষি মন্ত্রী।
এ সময় তিনি বলেন, দেশের সামান্য বিষয় নিয়েই মন্তব্য করাই বিএনপির কাজ।
মন্ত্রী বলেন, দেশের কৃষির উন্নয়নের জন্য দাম যতই হোক সার আমদানি করার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী।
যত ঘারতি হোক সরকার দেবে।
দেশের কৃষি বিজ্ঞানীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, একটা জাত উদ্ভাবন করে তা মাঠে নিতে অনেক সময় ক্ষেপণ হচ্ছে তাই একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করতে হবে। এছাড়া প্রত্যেকটি প্রতিষ্ঠানে ডিজি ও ভাই চ্যান্সেলর অবশ্যই কাজের দক্ষতা ও নেতৃত্ব দেখে হওয়া উচিৎ। শুধু সিনিয়রিটির মধ্য দিয়ে হওয়া উচিৎ নয় বলেও মন্তব্য করেন কৃষি মন্ত্রী।