নির্বাচনকালীন সরকারের দাবি না মানলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করসপন্ডেন্ট অব বাংলাদেশ ওকাবের মিট দ্যা প্রেস অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আগামী নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, আওয়ামী লীগ আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।