শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামে ও রাণীশিমুল ইউনিয়নের শিমুলকুচি গ্রামে এসব ঘটনা ঘটে। নিহত কৃষকরা হলেন- শহিজল ওরফে ডালি (৬০) এবং খোকন মিয়া (৩০)।
জানা যায়, শনিবার সকালে তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামে শহিজল ওরফে ডালি তার নিজের ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে যান।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একইদিন সকালে রাণীশিমুল ইউনিয়নের শিমুলকুচি গ্রামে আমন চাষের জন্যে ক্ষেতে পানি দিতে গিয়ে মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে যান খোকন মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ওই দুজন কৃষক হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস নিউজ টোয়েন্টিফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক ওই দুটি ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।