দুর্নীতির অনুসন্ধান-তদন্তে কারাগারে যেতে দুদকের অনুমতি নিতে হবে, এমন নির্দেশনা সংস্থাটির কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন।
রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেপিআই প্রতিষ্ঠান হিসেবে অনুমতি নেওয়া যেতে। তবে, স্বাধীন প্রতিষ্ঠান হিসেকে দুদকের কোনো আইনি সুযোগ থাকলে বিচার-বিশ্লেষণ পরবর্তী পদক্ষেপ নেবে।
সম্প্রতি কারা অধিদপ্তর এক চিঠিতে কারাগারে যেতে হলে সংশ্লিষ্ট জেলা আদালতের লিখিত অনুমতি নেওয়ার নির্দেশনা দেয়।
এদিন দুদক সচিব জানায়, দুদকের নামে চাঁদাবাজি, ঘুষ দাবিসহ নানা অনিয়ম করছে প্রতারক চক্র। তাদেরকে ধরতে সারাদেশে গোয়েন্দা জাল বিছানো হয়েছে। এমন কোনো তথ্য পেলে দুদককে জানানোর অনুরোধও জানান তিনি।