ইলিয়াস, সাকিব, মোস্তাফিজের পর পাঁচ উইকেট শিকারিদের খাতায় নাম লেখালেন মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেক হোসেন আসছেন, আর উইকেট নিচ্ছেন জিম্বাবুয়ের।
ইনিংসের প্রথম ওভারের প্রথম এবং শেষ বলে দুই উইকেট তুলে নেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারেও এক উইকেট তুলে নিয়েছেন এই অফ স্পিনার। ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভার করতে এসে এ অফ স্পিনার ফেরালেন শন উইলিয়ামসকে।
নিজের শেষ ওভারে এসে পঞ্চম উইকেটটিও পেয়ে গেলেন মোসাদ্দেক। তাঁর সর্বশেষ শিকার মিল্টন শুম্বা। স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেটে হাসান মাহমুদের ভালো ক্যাচে পরিণত হয়েছেন শুম্বা। জিম্বাবুয়ে পঞ্চম উইকেট হারিয়েছে মাত্র ৩১ রানেই।