নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি)। এ সময় আসামিদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো-আরিফ হাওলাদার (২৯) সে বাগেরহাটের মোরেলগঞ্জ থানার পলেরহাট গ্রামের মনির হাওলাদারের ছেলে, আব্দুল ওহাব (২২) ফেনী সদর উপজেলার জেরকাচার গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।