জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দেয় দলটি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মির্জা ফখরুল অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য প্রচার করছে সরকার।
সমাবেশে জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নুরে আলম ও আব্দুর রহিম হত্যাসহ বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেন বক্তারা।
কৃষক দলের আয়োজনে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বেলা বৃদ্ধির সাথে সাথেই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। এতে বিএনপি অফিসের সামনে ভিআইপি রোডের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যাপকসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।