January 10, 2025, 1:30 pm

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলায় জাহাজ।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, August 7, 2022,
  • 36 Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের মালামালের প্রথম চালানে ২৩৫০.৬৩ মেট্রিক টন নির্মাণ পণ্য নিয়ে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ মোংলা বন্দরে এসেছে। শনিবার সন্ধ্যায় মোংলা বন্দরের ৭নং জেটিতে নোঙ্গর করার পরপরই এসব নির্মাণ পণ্য খালাস কাজ শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানান, গত বছরের ১৯ নভেম্বর যমুনা নদীর উপর ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ডাবল-লাইন ডুয়েল-গেজের এই রেল সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বৃহত্তম ডেডিকেটে এই ডুয়েল গেজ ডাবল-ট্র্যাক সেতু নির্মাণ প্রকল্পের বিদেশ থেকে আমদানিকৃত মালামাল মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের মালামালের প্রথম চালান শনিবার সন্ধ্যায় মোংলা বন্দরে এসে পৌঁছেছে। কোরিয়ার পতাকাবাহী এমভি উহইওনহোপ জাহাজটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ (ফ্যাবরিকেটেড স্টিলট্রাস মেম্বার উইত্থ লেটারাল ফোর্স সাপোর্ট-প্রজেক্ট কার্গো) প্রকল্পের প্রথম চালানের ২৩৫০.৬৩ মেট্রিক টন
নির্মাণপণ্য নিয়ে মোংলা বন্দরের ৭নং জেটিতে নোঙ্গর করার পরপরই খালাস কাজ শুরু হয়েছে।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘এবার বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের মালামালের প্রথম চালান মোংলা বন্দরে এসেছে। দেশের একের পর এক বৃহৎ মেগা প্রকল্পের মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি হচ্ছে, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে। মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েকগুণ। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার গার্মেন্টসসহ অন্যান্য সকল ব্যবসায়ীদের মোংলা বন্দর ব্যবহারে আগ্রহ বেড়েছে। এর সুফল হিসেবে মোংলা বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71