গাজীপুরের শ্রীপুরে জামালপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে। আজ রোববার সকাল ১১টা ৫মিনিটে শ্রীপুরে স্টেশনে প্রবেশ করে। এ সময় বিকট শব্দের পর ইঞ্জিন বিকল হয়। এখন পর্যন্ত (দুপুর ২টা) ট্রেনটি স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। এ ট্রেনের বহু যাত্রী ভোগান্তিতে পড়েছে।
শ্রীপুর স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, সকাল ১১টা ৫ মিনিটে আন্তঃনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস স্টেশনের দুই নম্বর লাইনে চলার সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের সেন্ট্রাল ইউ পিন ভেঙে বগি ইঞ্জিন আলাদা হয়ে পড়ে। ইঞ্জিন সচল করতে রিলিফ ইঞ্জিন আসছে।
জামালপুর থেকে আসা যাত্রী রফিকুল ইসলাম জানান, সকাল ৬টা ৪০ মিনিটে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছাড়ে আন্তঃনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস। পরে সকাল ১১টার দিকে শ্রীপুর স্টেশন পার হওয়ার সময় বগি থেকে বিকট শব্দে ইঞ্জিন আলাদা হয়ে পড়ে। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রেনের নারী যাত্রী সুফিয়া আক্তার বলেন, ট্রেন বিকল হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশুদ্ধ পানি সংকটে আছি।
তবে এক নম্বর লাইনে সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও এ কর্মকর্তা নিশ্চিত করেন।