কুষ্টিয়ায় প্রায় সাড়ে ১৪শ বোতল ফেন্সিডিল ও সাড়ে ১২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের কল্যাণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য আটক করা হয়।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান জানান, ভারত থেকে বিশাল একটি মাদকের চালান এসেছে এবং তা দেশের ভেতরে সরবরাহের চেষ্টা চলছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিয়ে দৌলতপুরের কল্যাণপুর এলাকার মরিচ খেতে ও কবরস্থানের পাশে বাঁশবাগানে অভিযান চালানো হয়। সেখানে মাটিতে পুঁতে রাখা বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করা হয়।
এসময় এ মাদক চালানের মূল হোতা মাদক কারবারি উজ্জল আলী (৩৫) কে গ্রেফতার করে র্যাব সদস্যরা। উজ্জল আলী দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলো। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই মাদক চালানের সাথে আরো যারা জড়িত তাদেরও ধরতে অভিযান অব্যাহত আছে বলে র্যাব জানায়।