পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. আব্দুর রহমান ফরাজীকে সভাপতি ও শাজাদুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি।
গত বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ হয়। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগের বেশি সময় পার করে গত ২৭ মে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে আব্দুর রহমান ফরাজিকে সভাপতি ও শাজাদুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর আড়াই মাস পরে বৃহস্পতিবার রাতে সাড়ে ৯টায় উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, মো. আজাদুল ইসলাম বাবলু, মো. রুহুল আমিন, মো. মাহমুদুর রহমান, আবুল হুদা, আওলাদ হোসেন রাজা, আবুল বাসার হাওলাদার, মফিদুল ইসলাম সেলিম, কেএম বেল্লাল হোসাইন, আব্দুর রাজ্জাক সরদার, জাহাঙ্গীর হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, আনোয়ারুল ইসলাম হাওলাদার,আব্বাস উদ্দিন হাওলাদার, খোকা মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, মাহবুব হোসেন তালুকদার, সহ-সাংগঠনিক মহসিন উদ্দীন কুয়েত, মো. হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক মো. মুনিম আহমেদ, সহ-দপ্তর সম্পাদক ওয়াদুদ ডাক্তার, কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম হিরু, সহ-কোষাধ্যক্ষ মো. শাকুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. জসিম উদ্দিন খান, যুব বিষয়ক সম্পাদক মো. অপু হায়দার ইবু আকন, সহ-যুব বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও প্রচার সম্পাদক জুয়েল মীর প্রমুখ।