খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ৯টি গরু মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম শাহিনুর মোড়ল (৪০)।
শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আনোয়ার মুন্সি ও লেবু নামে দুজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৫-৮৭৯৯) একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুভর্তি ট্রাকের (যশোর ট-১১-২৬৩৯) সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক শাহিনুর মোড়ল গুরুতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলেই ৯ টি গরুর মৃত্যু হয়েছে। গরুগুলো সাতক্ষীরা, তালা ও পাটকেলঘাটা এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল এলাকায় নিয়ে যাচ্ছিল ব্যাপারীরা।
হতাহতের সত্যতা নিশ্চিত করে চুকনগর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক শাহিনুর মোড়লের মৃত্যু হয়। এছাড়া ট্রাকে থাকা ৯টি গরু মারা গেছে।