জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও বঙ্গবন্ধু মেধা অন্বেষণ এর বিভিন্ন বিষয়ের পুরষ্কার বিতরণ করা হয়। এতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবর রহমান প্রমুখ।