পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মৌডুবি সংলগ্ন রাবনাবাদ নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, লঘুচাপের প্রভাবে বিকাল ৩ টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়।
এসময় রাবনাবাদ নদীতে মাছ ধরা অবস্থায় মৌডুবির নিজকাটা এলাকার সোহেল হাওলাদার এবং তার ভাই সুজন হাওলাদারের মালিকানাধীন ট্রলার দুটি ডুবে যায়।
তখন দুইটি ট্রলারে ৫ জন করে মোট ১০ জন মাঝিমাল্লা ছিল। প্রায় আধা ঘন্টা পর কেউ সাতার কেটে এবং কেউ অন্য জেলে ট্রলারের সাহায্যে তীরে পৌঁছায়। এরপরে জেলে ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়। এ ঘটনার বিষয়টি বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক সোহেল হাওলাদার ও সুজন হাওলাদার।