খালেদা জিয়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে আসলে সরকার সামাল দিতে পারবে না, এই ভয়ে বিদেশ যেতে দিতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া মুক্ত হলে সামাল দেওয়া যাবে না ভেবে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে ভয় পাচ্ছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার জাতীয়তাবাদী হেল্প সেলের আয়োজনে নিহত এবং নির্যাতনের শিকার নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
ফখরুল বলেন, খালেদা জিয়া এ মুহূর্তে কারাগারে অন্তরীণ না হলেও গৃহ অন্তরীণ রয়েছেন।
গতকালও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছে। ডাক্তার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার কথা বললেও সরকার অনুমতি দিচ্ছে না। কারণ এ সরকারের ভয় খালেদা জিয়া বের হলে তাকে সামাল দেওয়া যাবে না।
তিনি বলেন, নির্যাতন, হত্যা, গুম, খুনেও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না, এটিই আওয়ামী লীগের ভয়।
ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জেগে উঠছি। সবাইকে জেগে উঠতে হবে। নেতাকর্মীদের ত্যাগ ও অশ্রু বৃথা যেতে দেওয়া হবে না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও হুশিয়ারি দেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।