কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সবুজ (২৮) নামের এক পর্যটক নিখোঁজের ২০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (২৩ আগস্ট) সকাল ১০টায় সৈকতের জিরোপয়েন্ট থেকে ৪ কিলোমিটার পশ্চিমে মিরাবাড়ি সংলগ্ন সমুদ্রে মোশাররফ মাঝি নামে এক জেলের জালে পাওয়া যায় তাকে। পরে ফায়ারসার্ভিসের সহযোগিতায় মরদেহটি তীরে নিয়ে আসে জেলেরা।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সোমবার এক পর্যটক নিখোঁজের ঘটনা ঘটে।
পরে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিসের যৌথ অভিযান চালায়। কিন্তু তাৎক্ষণিক তাকে খুঁজে পাওয়া যায়নি। আজকে সকালে জেলেদের চোখে পড়লে তারা মরদেহ উদ্ধার করেন। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ারসার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার ইলিয়াস জানান, নিখোঁজের সঙ্গে সঙ্গে তারা উদ্ধার অভিযান চালায়। তবে আজকে সকালে জেলেদের জালে আটকে থাকলে তারা লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
এর আগে গতকাল কুয়াকাটায় সৈকতে নেমে ফের পর্যটক নিখোঁজ হন সবুজ। তার একদিন আগেই ২১ আগস্ট দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোঁজ হয়। পরে সেদিন বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত সবুজের বাড়ি শরিয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায়। তিনি আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন।