চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খেলার মাঠে গৃহহীনদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ না করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে রানীনগর চাক্কীপাড়া গ্রামে রানীনগর পারচৌকা ছাত্র, যুব সমাজ ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, রাণীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা মজলুর রহমানসহ স্থানীয় এলাকাবাসী।
বক্তারা বলেন, ১নং খাস খতিয়ানে ১৮৮নং হাল দাগে ২৬ শতক জমিতে পূর্বে রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল।
কিন্তু পরে মরহুম জমসেদ আলীর দানকৃত জমিতে স্থানান্তর করা হয়েছে। সেখানে কোন খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র না থাকায় ওই খাস জমিতে শিক্ষার্থীরা ও এলাকার যুব সমাজ খেলাধূলা করে।
কিন্তু সম্প্রতি এই মাঠে আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রাম নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে শিক্ষার্থী ও যুব সমাজের খেলাধুলা বন্ধ হয়ে যাবে। তাই ওই জমিতে আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রাম না করে খেলার মাঠ হিসাবে বরাদ্দ দেয়ার দাবি জানান স্থানীয়রা।