সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে পঁচানব্বই গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত শ্রী ভবেশ রায় (৩৯) রাজশাহী জেলার গোদাগাড়ি থানার পরমান্দপুর রামপাড়া এলাকার মৃত ঝড় রায় এর ছেলে।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১২ এর মিডিয়া অফিসার মেজর এম.রিফাত-বিন-আসাদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে পঁচানব্বই গ্রাম হেরোইন সহ তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।