খুলনা মহানগরীর বৈকালি চৌরাস্তা এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির খালিশপুর থানা শাখার কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও দু’দলেরই কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বৈকালি চৌরাস্তা এলাকায় সড়কের দুই পাশে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করতে গেলে উত্তেজনা তৈরি হয়। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানান, উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
দু’দলের কাউকেই কর্মসূচি পালনে অনুমতি দেয়া হয়নি।
এর আগে ১৮ আগস্ট নগরীর ১৬নং ওয়ার্ডে একই স্থানে আওয়ামী লীগ-বিএনপি কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষ এড়াতে পুলিশ ভিন্ন তারিখে ভিন্ন স্থানে কর্মসূচি পালনের আহবান জানায়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে কেডি ঘোষ রোডে মহানগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নগর আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা বলেন, বিএনপির ডাকা কর্মসূচি পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ পূর্ব নির্ধারিত স্থানগুলোতে পাল্টা কর্মসূচি দিচ্ছে। একই সাথে হামলা ও ভাঙচুর চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করছে।
অপরদিকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অশোভন কটূক্তি করে পরিস্থিতি উত্তপ্ত করতে চেষ্টা করছে। এছাড়া আওয়ামী লীগের ৪০ দিনের কর্মসূচির মাঝে বিভিন্ন স্থানে পাল্টা কর্মসূচি ডেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।