January 9, 2025, 6:59 pm

পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য-উদ্দেশ্য এক : ঝিনাইদহ পুলিশ সুপার।

অনলাইন ডেক্স
  • Update Time : Saturday, August 27, 2022,
  • 41 Time View

পুলিশ ও সাংবাদিকদের দিনশেষে লক্ষ্য ও উদ্দেশ্য এক। এই দুই পেশার মানুষ দেশের জন্য, কল্যাণের জন্য কাজ করে থাকেন। সাংবাদিকরা পেশাগত কাজে দ্রুত তথ্য প্রদান করে সহায়তার জন্য পুলিশ সুপারের দৃষ্টি কামনা করে থাকেন।

শনিবার দুপুরে পুলিশ দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

তিনি বলেন, সমাজকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। এর জন্য যতটুকু কঠোরতা অবলম্বন করা প্রয়োজন, বিশৃঙ্খলা দমনে তিনি ততটুকুই করবেন।

 

এসময় পুলিশ সুপার বলেন, ঝিনাইদহের সাংবাদিকরা পুলিশ ও জনবান্ধব। অতীতে ঝিনাইদহের সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশের সঙ্গে তারা কাজ করে নজির সৃষ্টি করেছেন। পুলিশ সুপার শৈলকূপার সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তার রোধে তার বিশেষ উদ্যোগের কথা জানান। পুলিশ ঝিনাইদহ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা ও সামাজিক দলাদলি নির্মূলে পুলিশ জিরো টলারেন্স অবলম্বন করবে। এই যুদ্ধে তিনি সাংবাদিকদের পাশে চান।

এসময় অ্যাডিশনাল পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মণ ও সদর থানার ওসি শেখ মো. সোহেল রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান বলেন, জেলার আত্মহত্যা প্রবণ এলাকায় পুলিশ জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া মাদক, ডিজিটাল ক্রাইম রোধ, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং দমন ও শৈলকূপার সামাজিক দলাদলি নির্মূলে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে জেলার সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71