নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫/২০জন নেতাকর্মী আহত হয়েছে।
শনিবার তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যাকাণ্ডে প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তাদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিন বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত সোনাইমুড়ী বাজারে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাল্টাপাল্টি মিছিল চলেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যাকাণ্ডে প্রতিবাদে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসার পথে বিভিন্নস্থানে তাদের বাধা দিতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এর কিছুক্ষণ পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষ ও উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে অন্ত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বাজারে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সংঘর্ষে পুলিশের একটি গাড়িতে হামলা হয়েছে এবং দুটি সিএনজি ভাঙচুরের ঘটনা ঘটেছে।