রাঙামাটি শহর ও কাপ্তাই উপজেলার পর এবার জুরাছড়িতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারির আদেশ দেন জুরাছড়ি নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।
তিনি বলেন, জুরাছড়ি উপজেলার যক্ষাবাজার এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করে। এ সমাবেশকে কেন্দ্র করে যাতে উভয় সংগঠনের মধ্যে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পুরো উপজেলায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া সকল প্রকার সভা, সমাবেশ, মিটিং-মিছিল, লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ আদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য প্রযোজ্য না বলেও জানানো হয়।