একুশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি জবাই করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির অনেকের বিচার বাকি আছে বলেও এসময় জানান তিনি।
বুধবার দলটির দলীয় প্রধান কার্যালয়ে শোকাবহ আগস্ট উপলক্ষে কৃষকলীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। মানবাধিকার ও গুম প্রসঙ্গে এই নেতা বিএনপির উদ্দেশ্যে বলেন, চট্টগ্রামে বিএনপি কর্মী জামাল উদ্দিনকে গুম করে হত্যা করেছে বিএনপি, এর জবাব বিএনপির কে দেবে?
কাদের বলেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরা মারামারি করে বিশৃঙ্খলা করছে।
জামায়াত ইসলামের সাথে বিএনপির মান অভিমানের নাটক আর ভেতরে ভেতরে গলায় গলায় খাতির রয়েছে।
অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, মানবাধিকারের কথা বলে র্যাবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে এবার আয়নাঘরের নামে সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যে সুপরিকল্পিত, হত্যার আগে ও পরের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলেই তা বোঝা যায়। জঘন্য এই হত্যাকাণ্ডের পর কোনো প্রতিরোধ যাতে গড়ে না ওঠে সেই ব্যবস্থাও করেছিল জিয়া।