বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই গয়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোকানগুলির কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।
শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে রাস্তায় বের হয়ে ওই দোকানগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
শরনখোলায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মভূত হয়ে যায়। আগুনে ফার্নিসার, গার্মেন্টস দোকান ও তিনটি গোডাউনসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শরণখোলায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্বিতীয় গ্রেডের ফায়ার ষ্টেশন দিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা। তাই এই শরণখোলা ফায়ার ষ্টেশনকে উন্নত গ্রেডে রূপান্তরের দাবি জানান এই জনপ্রতিনিধি।
শরণখোরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের জেলা প্রশাসকের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।