January 9, 2025, 8:54 am

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ২০।

অনলাইন ডেক্স
  • Update Time : Thursday, September 1, 2022,
  • 57 Time View

সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সমাবেশ চলায় সময় অস্ত্রসহ ছাত্রদলে এক কর্মীকে আটক করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহরের ইবি রোড এলাকায় দলীয় কার্যালয় ও ভাসানি মিলনায়তন প্রাঙ্গণে জড়ো হয়। আলোচনা সভার শেষে ফিরে যাওয়ার সময় বিএনপি কর্মীরা বিশৃঙ্খলা শুরু করে ও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তারা।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের সাতজনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এর আগে সমাবেশ চলার সময় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71